পোশাকখাতে ‍‍`রেসপন্সিবল বিজনেস হাব‍‍` এর যাত্রা শুরু

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুন ১১, ২০২৩, ০৭:১৭ পিএম

পোশাকখাতে ‍‍`রেসপন্সিবল বিজনেস হাব‍‍` এর যাত্রা শুরু

বাংলাদেশের তৈরী পোশাকখাতে রেসপন্সিবল বিজনেস হাব (আরবিএইচ) যাত্রা শুরু করলো।

আরবিএইচ একটি তথ্য কেন্দ্র হিসাবে মানবাধিকার ও পরিবেশগত ডিউ ডিলিজেন্স (এইচআরইডিডি) এর মান ও চাহিদা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এবং কারখানাগুলোকে এ ব্যাপারে নির্দেশিকা প্রদান করবে।

পোশাক প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি (বিজিএমইএ) এর নিজস্ব কার্যালয়ে জার্মান এজেন্সী ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন (জিআইজেড) এর সহযোগিতায় প্রতিষ্ঠিত আরবিএইচ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয় রবিবার (১১ জুন)।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএ এর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম; ঢাকাস্থ জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন, জান জানোস্কি; বিকেএমইএ এর সহ-সভাপতি ফজলে শামীম এহসান ও বিজিএমইএ এর পরিচালক আবদুল্লাহ হিল রাকিব।

জার্মান ফেডারেল মিনিষ্ট্রি ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএমজেড) এর সাসটেইনেবল সাপ্লাই চেইন ডিভিশনের ডেপুটি হেড রেইনহার্ড জাঙ্কার অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন।

বিজিএমইএ এর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম তার বক্তব্যে বলেন, “আমি বিশ্বাস করি, বিজিএমইএ এর এই দায়িত্বশীল বিজনেস হাবটি একটি তথ্য কেন্দ্র হিসেবে আমাদের কারখানাগুলোকে মানবাধিকার এবং পরিবেশগত ডিউ ডিলিজেন্স এর বাধ্যবাধকতা বিষয়ে সর্বাধুনিক জ্ঞান ও সঠিক নির্দেশনা প্রদান করবে।”

তিনি বলেন, রেসপন্সিবল বিজনেস হাব পোশাক শিল্পে ডিউ ডিলিজেন্স এবং সাসটেইনেবিলিটি বিষয়ে নতুন প্রবিধানগুলো গ্রহন এবং মেনে চলার জন্য কারখানাগুলোর সক্ষমতা জোরদারকরণে সহায়তা করবে।

এছাড়াও, এটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে তাদের সকল কার্যকলাপে পরিবেশগত এবং মানবাধিকার বিষয়ক ডিউ ডিলিজেন্সকে একীভূত করতে সহায়তা করবে, যাতে করে মানুষ এবং পরিবেশের উপর ব্যবসায়িক কার্যকলাপের নেতিবাচক প্রভাবগুলো প্রতিরোধ এবং মোকাবেলা করা যায়।

Link copied!